Daily Anandabazar
বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আইন আদালত
  4. আজকের বাংলাদেশ
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. উদ্যোক্তা
  7. খেলাধূলা
  8. খেলোয়াড় সাক্ষাৎকার
  9. চাকুরির বিজ্ঞপ্তি
  10. জনতার মঞ্চ
  11. জাতীয় সংবাদ
  12. ধর্মীয় কলাম
  13. প্রবাস সংবাদ
  14. বিনোদন
  15. ভাইরাল সংবাদ

‘শান্ত ভালো ক্রিকেটার, তার হাতে শট আছে’

প্রতিবেদক
jatiyasangbad
অক্টোবর ২০, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেছেন, নাজমুল হোসেন শান্ত ভালো ক্রিকেটার, তার হাতে শট আছে। 

শান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের দলে সুযোগ পাওয়ার পর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলেছেন তিনটি ম্যাচ। এরপর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেন। 

ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রানের একটি ইনিংস রয়েছে তার। তবে ইনিংসে হাত খুলে ব্যাট চালাতে পারেননি। ২৯ বলে করেছেন মাত্র ৩৩ রান। সিরিজের পরের দুই ম্যাচে ১১ ও ১২ রানে আউট হন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্ত ১২ ম্যাচ খেলে মাত্র ১৮.৫৪ গড়ে করেছেন ২০৪ রান। সর্বোচ্চ ইনিংস ৪০ রানের। 

তারপরও অস্ট্রেলিয়া বিশ্বকাপে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তাকেই পছন্দ টিম ম্যানেজমেন্টের। 

বৃহস্পতিবার ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ দলের অনুশীলন শেষে দলের টেকনিক্যাল কোচ শ্রীরাম বলেন, এ ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। শান্তকে শেখার প্রক্রিয়ায় থাকতে হবে, নিজেকে বিকশিত করে যেতে হবে। সে ভালো ক্রিকেটার, তার হাতে শট আছে।

জাতীয় দলের ভারতীয় এই কোচ বলেন, আমার মনে হয় বিভিন্ন পরিস্থিতিতে শান্ত কিভাবে ব্যাট করে, ভিন্ন ভিন্ন কন্ডিশন ও বোলারদের সে কীভাবে সামলায়, এসব সে শিখছে। আমরা এসব নিয়ে তার সঙ্গে ক্রমাগত কথা বলছি, ফুটেজ দেখানো হচ্ছে, সে কিভাবে উন্নতি করতে পারে। কোচিংয়ের দিক থেকে আমরা এসবই কেবল করতে পারি।

সর্বশেষ - অর্থনীতি